৫০ টি উপজাতি পরিবারের জলের সমস্যা, খোঁজ নিতে এলাকায় গেলেন বিধায়িকা কল্যাণী রায়

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১ জুন।। শুধু রাজনীতির জন্য রাজনীতি নয়। জনপ্রতিনিধিদের কল্যাণে কাজ করতে হয়। নানা সমস্যার সমাধানের প্রত্যাশা নিয়েই জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করে থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধি যদি জনকল্যাণে কাজ করেন তার চেয়ে আর কি বা হতে পারে। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়কা কল্যাণী রায় ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনের জন্য বদ্ধপরিকর।

সে কারণেই
বৃষ্টিকে উপেক্ষা করে প্রত্যন্ত এলাকার কেরলেংবাসীদের পানীয় জলের সমস্যা নিরসনের জন্য পরিদর্শনে গেলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে ডিডব্লিউ এস দফতরের এক প্রতিনিধি দল কেরলেং এডিসি ভিলেজে যান। বিধায়িকা ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ডিডব্লিউএস দপ্তরের তেলিয়ামুড়া মহকুমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোপী মজুমদার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার। তেলিয়ামুড়া আর ডি ব্লকের কেরলেং এলাকায় ৫০ টি উপজাতি পরিবারের বসবাস।

দীর্ঘ কয়েক মাস যাবৎ তারা পানীয় জলের সমস্যায় পড়েছেন। খবর পেয়েই বিধায়িকা কল্যাণী রায় ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের নিয়ে কেরলেং পরিদর্শনে যান । পরিদর্শন করে বিধায়িকা কল্যাণী রায় বলেন,আগামী ৭ দিনের মধ্যে কেরলেং এলাকায় নতুন একটি ডিপটিউবওয়েল বসানো হবে এবং পুরাতন ডিপ টিউবওয়েলটি সংস্কার করে দেওয়া হলেে পানীয় জলের সমস্যা থাকবেে না।তিনি বলেন বিগত দিনে কেরলং এলাকায় পূর্বতন বিধায়িকা পরিদর্শনে আসেননি। এলাকায় ছিল না রাস্তা । নেই ছড়ার উপর সেতু । এর জন্য এলাকার মানুষজন দুর্ভোগের শিকার ।

রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত ২০১৯ সালে এলাকাবাসীদের দাবী মতো ছড়ার উপর সেতু এবং রাস্তা নির্মাণ করে দেওয়া হয়। তবে ওই এলাকার ৫০ পারিবার মানুষজনদের পানীয় জলের সমস্যা আগামী সাত দিনের মধ্যে নিরসন হয়ে যাবে বলে জানান বিধায়িকা কল্যাণী রায়।তৃষ্ণার্ত গ্রামবাসীদের পাশে দাঁড়ানোয় তারা অসন্তোষ ব্যাখ্যা করেছেন। পানীয় জল ছাড়াও এলাকায় অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেইসব সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিধায়িকা কল্যাণী রায় জানান, এলাকায় যেসব সমস্যা রয়েছে সেগুলি সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?