শনিবারে অফিস করার পর রবিবারেও মহকুমা শাসকের কার্যালয়ে বিশেষ ভাবে কর্তব্য পালন করলো ঐ কর্মী। সোমবারেও করোনা আক্রান্ত পরিবারের এই কর্মীকে অফিসে দেখা যায়। জানা যায়, ঐ কর্মীকে মহকুমা শাসক গাড়ির পাস দেওয়ার কাজে নিযুক্ত রেখেছেন । যদি কোনো পরিবারের লোকজন করোনা আক্রান্ত হয় তবে পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে এলাকায় বেশি লোকজন করোনায় আক্রান্ত হলে এলাকাকে কন্টেইমেন্ট জুন হিসাবে ঘোষনা করা হয়। কিন্তু শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা করোনা আক্রান্ত পরিবারের সদস্যকে নিয়ে অফিস চালানোর বিষয়টি নিয়ে তীব্র গুঞ্জন চলছে । এনিয়ে অফিস কর্মীরা ও অফিসে আগত সাধারন লোকজনেরা প্রতিদিন আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।করোন আক্রান্ত পরিবারের সদস্যকে দিয়ে এসডিএম অফিসে কাজ করানোর ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।