জাতীয় সড়কে চাকা ফেটে উল্টে গেল ধান বোঝাই ট্রাক, বরাত জোরে বাঁচলেন চালক

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১ জুন।। আগরতলার সাব্রুম জাতীয় সড়কের চেচুড়ীমাই একটি ধান বোঝাই লরি চাকা ফেটে অল্পেতে প্রাণে বেঁচেছে চালকসহ অন্যান্যরা। মঙ্গলবার সকালে পথদুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেয়েছে চালকসহ পথচারীরা। বিলোনিয়া বড় পাথরী এলাকার যুবক অঙ্কুর সরকার টি আর ০১এ সি ১৭৫০ নম্বরের একটি ট্রাক দিয়ে ধান নিয়ে যাচ্ছিল আগরতলা খয়েরপুর বাইপাস এলাকার তুলামুড়া তৃপ্তি মিলে।

হঠাৎ করে চেচুড়ীমাই হাই স্কুলের সামনে জাতীয় সড়কের উপরে গাড়ির চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে উল্টে পড়ে যায় গাড়িটি। এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা সহ গাড়ির চালক অংকুর সরকার। এলাকাবাসী খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরে।খবর পেয়ে অগি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে অংকুর সরকারকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। হাত কেটে গেছে অংকুর সরকারের। অল্পেতে আরে বেঁচেছে অংকুর সহ পথচারীরা।

মঙ্গলবার সকাল ছয়টায় এ ঘটনা ঘটেছে। যদি অফিস টাইমে হতো তাহলে পথচারী এবং অন্যান্য গাড়ির উপর পড়ে বড় ধরনের বিপত্তি ঘটতে পারতো বলে এলাকাবাসী আশঙ্কা ব্যক্ত করেছেন। চাকা ফেটে জাতীয় সড়কের ওপর গাড়ি উল্টে যাওয়ায় বেশ কিছুক্ষণ সময় জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। গাড়ির মালিক এসে অন্য গাড়িতে ধানের বস্তা গুলি আনলোড করেন এবং জাতীয় সড়কের ওপর থেকে গাড়িটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?