স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১ জুন।। নিজের নাবালিকা মেয়েকে ধর্ষনের পর ফাঁসিতে আত্মহত্যা পাষণ্ড পিতার। এই ন্যক্কারজনক ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তর জেলার বাগবাসা আউট পোষ্টের অন্তর্গত গঙ্গানগর এলাকায়। গত শুক্রবার ধর্মনগর মহকুমার দক্ষিন গঙ্গানগরের আবাসিক এক পাষন্ড পিতা নিজের ১৭ বছর বয়েসের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনা জানিয়ে নাবালিকার মা ধর্মনগর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
যথারীতি ধর্মনগর মহিলা থানার পুলিশ মামলা গ্রহন করে নাবালিকার পাষন্ড পিতার বিরুদ্ধে। মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।এদিকে নিজের নাবালিকা মেয়ের উপর পাশবিক লালসা চরিতার্থ করে পালিয়ে যায় পাষন্ড পিতা। সংশ্লিষ্ট এলাকায় এই ঘটনা চাউর হতেই এলাকাবাসীরাও ক্ষোভে ফেটে পড়েন। ২ দিন ধরে পুলিশ সহ এলাকাবাসি খোঁজাখুঁজি করে এই নর পিচাশ এর কোন সন্ধান পাননি। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে বিভিন্ন মহল থেকে।
অবশেষে মঙ্গলবার সকালে বাগবাসা আউট পোষ্টের পুলিশ পাষণ্ড পিতার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে মঙ্গলবার সকালে বাগাবসা পুলিশের কাছে খবর আসে গঙ্গানগর এলাকায় হেলিপেড সংলগ্ন জঙ্গলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ।সাথে সাথেই পুলিশ ঘটনা স্থলে ছুটে যায় । মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতাল মর্গে।
খবর নিয়ে বাগবাসা আউট পোষ্টের পুলিস জানতে পারে এই মৃত ব্যক্তির বিরুদ্ধে গত ২ দিন আগেই ধর্মনগর মহিলা থানায় নিজের নাবালিকা মেয়েকে ধর্ষনের মত গুরুতর অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনা জানান বাগবাসা আউট পোষ্টের ওসি দীপাল রুদ্র পাল ।মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উত্তর জেলার পানিসাগরে নাবালিকা গনধর্ষনের ঘটনার রেস কাটতে না কাটতেই আবারোও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটলো উত্তর জেলায় ।