অনলাইন ডেস্ক, ১ জুন।। আরেকটি ফ্রি-এজেন্ট চুক্তি করেছে বার্সেলোনা। সোমবার সার্জিও আগুয়েরোর সঙ্গে দুই বছরের চুক্তির পর ম্যানচেস্টার সিটি থেকে আরেক তারকাকে এনেছে কাতালান জায়ান্টরা। সেন্টার-ব্যাক এরিক গার্সিয়াকে দলে নিল বার্সা। গার্সিয়াকে ঘরে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।
মঙ্গলবার নিজেদের অফিশিয়াল টুইটার পেজে স্প্যানিশ ডিফেন্ডারের এক ভিডিও পোস্ট করে ক্লাবটি ক্যাপশনে লিখেছে, ‘বাড়ি সেখানে, যেখানে হৃদয়।’ বার্সার সঙ্গে ২০ বছর বয়সী ডিফেন্ডারের সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। বার্সার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে পরে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। এবার যেন জেরার্ড পিকের মতো ফের ঘরে ফিরছেন গার্সিয়া।
পিকেও লা মাসিয়া থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। পরে ঘরে ফিরে রক্ষণভাগের দায়িত্ব নেন এই স্প্যানিশ ডিফেন্ডার। বার্সা আশাবাদী, পিকের মতো গার্সিয়াও গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে ক্যাম্প ন্যুয়ে। বর্তমানে সেন্ট্রাল ডিফেন্সে শক্তি বাড়াতে চেষ্টা করছে কাতালান জায়ান্টরা। যার কারণে গার্সিয়াকে ফেরানো।
গার্সিয়াকে ফেরানোর বিষয়ে বার্সা জানায়, ‘তার সামনে খুব ভালো ভবিষ্যৎ, সে এমন এক ডিফেন্ডার যার সঙ্গে বার্সার খেলার স্টাইলে মিল আছে।’ বার্সার সঙ্গে গার্সিয়ার চুক্তি চলবে ২০২৬ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। ক্যাম্প ন্যুয়ে তাকে উপস্থাপন করা হবে বৃহস্পতিবার।