অনলাইন ডেস্ক, ১ জুন।। সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সালমান খানের যোগাযোগ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু অভিনেতার মৃত্যুর পর ‘স্বজনতোষণ’ তোপে ভাইজানও পড়েন। এমনকি থানায় অভিযোগ করা হয় সালমানসহ কয়েকজনের বিরুদ্ধে। এবার সালমানের সঙ্গে অনেকটা সময় কাটাবেন রিয়া।
গুঞ্জন রয়েছে, জনপ্রিয় শো ‘বিগ বস’-এর ১৫তম সিজনে বড় চমক হতে যাচ্ছেন এ বাঙালি অভিনেত্রী। চলতি বছরের শেষেই শুরু হবে সালমানের জনপ্রিয় টিভি অনুষ্ঠানের নতুন কিস্তি। গত এক বছরে নানাভাবে আলোচিত রিয়া। সুশান্তর আত্মহত্যার পর মাদক মামলায় তাকে এক মাসের জন্য হাজতবাসও করতে হয়েছে। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন রিয়া।
শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর মঞ্চের সাহায্যে নিজের ও পরিবারের গল্প সামনে তুলে আনবেন তিনি। তবে রিয়া ছাড়াও একাধিক সম্ভাব্য প্রতিযোগীর নাম রয়েছে গুঞ্জনে। ‘কসৌটি জিন্দগি কে’-খ্যাত অভিনেতা পার্থ সামথান ও ‘তারক মেহ্তা কা উল্টা চশমা’র অভিনেত্রী দিশা ভাখানিকেও দেখা যাবে।
গোবিন্দর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকও অংশ নিতে পারেন ‘বিগ বস’-এ। মামা-ভাগ্নের সম্পর্কের ভাঙনের কারণে চলতি বছরের শুরুতে খবরের শিরোনামে এসেছিলেন ক্রুষ্ণা। ‘বিগ বস ১৪’-এর প্রতিযোগী গায়ক রাহুল বৈদ্যর বান্ধবী দিশা পরমার এবং ‘জামাই রাজা’-র নায়িকা নিয়া শর্মাকেও এই শো-য়ের প্রস্তাব দেওয়া হয়েছে।