করোনায় টিকাকরণ নীতি আরও সুস্পষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক, ৩১ মে।। করোনায় টিকাকরণ নীতি আরও সুস্পষ্ট করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার করোনার টিকাকরণ নিয়ে এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট উল্লেখ করলেন, এই নীতিতে গ্রামাঞ্চল অবহেলিত। এর সংশোধন প্রয়োজন। কেন্দ্র ও রাজ্যের যৌথভাবে একটু নীতি গ্রহণ করলে ভাল হয় বলেও পরামর্শ তাঁদের।

পাশাপাশি, কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত । চলতি বছরের মধ্যে গোটা দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। ধাপে ধাপে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এই মুহূর্তে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকা দেওয়ার কাজ চলছে।

নির্দিষ্ট অ্যাপ কো-উইনে রেজিস্ট্রেশন করেই মিলছে টিকা গ্রহণের নির্দিষ্ট সময়। তবে এই অ্যাপ নিয়ে এবার প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট । সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতিদের প্রশ্ন, পরিযায়ী শ্রমিক, কৃষকরা কীভাবে অ্যাপ ব্যবহার করে নিজেদের রেজিস্ট্রেশন করাবেন?

কেন্দ্র কি মনে করে, সবাই ডিজিটাল মাধ্যমে এত সক্রিয়? এরপরই শীর্ষ আদালতের পরামর্শ, টিকানীতি সুস্পষ্ট ও সরল করতে হবে। তবে কো-উইন অ্যাপে টিকাপ্রাপকদের নাম নথিভুক্ত থাকা বাঞ্ছনীয়, কেন্দ্রের এই নীতির সঙ্গে একমত দেশের সর্বোচ্চ আদালত।

এছাড়া এদিনের শুনানিতে সরকারি ও বেসরকারি স্তরে টিকার দু’রকম দাম নিয়েও কেন্দ্রকে প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শীর্ষ আদালতের পরামর্শ, দেশজুড়ে টিকার একটাই দাম হওয়া উচিত। ইতিমধ্যে দেশে করোনা টিকা পেয়েছেন ২১ লক্ষের বেশি মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?