অনলাইন ডেস্ক, ১ জুন।। ইতালিয়ান লিগ সিরি আয় ২০২০-২১ মৌসুমে দুর্দান্ত খেলেছেন রোমেলু লুকাকু। ইন্তারের শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা। অন্যদিকে জুভেন্তাস দল হিসেবে সমর্থকদের প্রত্যাশা মেটাতে না পারলেও ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন উজ্জ্বল। যার স্বীকৃতি পেলেন এই দুই তারকা। সদ্য শেষ হওয়া সিরি আর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স’ এর তালিকা প্রকাশ হয়েছে।
সোমবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আসর সেরাদের নাম ঘোষণা করে সিরি আ। যেখানে মৌসুমের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন রোনালদো। অন্যদিকে লুকাকু হয়েছেন মৌসুমের খেলা খেলোয়াড়। রোনালদো সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থেকে আসর শেষ করেন। ৩৩ ম্যাচে ২৯ গোল করেন পর্তুগিজ তারকা। বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকু ৩৬ ম্যাচে ২৪ গোল করে ছিলেন দ্বিতীয় স্থানে।
তবে এসিস্টে রোনালদোর চেয়ে এগিয়ে ছিলেন লুকাকু (১১)। যা তাকে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এনে দিয়েছে। সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন আতালান্তার ক্রিস্তিয়ান রোমেরো। আর্জেন্টাইন এই ডিফেন্ডার জুভেন্তাস থেকে ধারে খেলেছেন তৃতীয় হওয়া দলটিতে। সেরা মিডফিল্ডার হয়েছেন লুকাকুর ইন্তার সতীর্থ নিকোলো বারেল্লা। ১৪ ম্যাচ জাল অক্ষত রাখা এসি মিলানের জানলুইজি দোন্নারুম্মা হয়েছেন সেরা গোলরক্ষক। ফিওরেন্তিনার স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ জিতেছেন সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কার।