অনলাইন ডেস্ক, ১ জুন।। লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়টি বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। খুব দ্রুতই ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির ঘোষণার ইঙ্গিতও মিলেছে তার কথায়।
বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। অন্য যে কোনো ক্লাবের সঙ্গে এখন আলোচনার জন্য উন্মুক্ত মেসি। তবে লাপোর্তা বলছেন, ‘মেসির সঙ্গে আমরা কথাবার্তা চালাচ্ছি। আমরা এখনো ওকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী। চুক্তি সম্পন্ন না হলেও, আমরা জানি মেসি ঠিক থেকে যাবে।’ মেসির চুক্তির অঙ্কের পরিমাণ বাড়ানো হবে কিনা সেটা নিয়েও কথাবার্তা চালাচ্ছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
একদিন আগে সার্জিও আগুয়েরোর সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সেলোনা। আগুয়েরো নিজেও আশাবাদী বার্সাতেই থাকবেন লিওনেল মেসি। আগুয়েরো ছাড়া এরিক গার্সিয়াকেও দলে নিয়েছে বার্সেলোনা। জুলাইয়েই দলের সঙ্গে যোগ দেবেন আগুয়েরো এবং এরিক গার্সিয়া।