স্টাফ রিপোর্টার, আমবাসা, ১ জুন।। মৃত্যু হল আরও এক চাকরিচ্যুত শিক্ষকের। ঘটনা ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার মনু এলাকায়। এদিকে চাকরিচ্যুত শিক্ষকদের মৃত্যু সংখ্যা ৯৯ এ। গতকাল রাতে লংতরাই মহকুমার মনু এলাকার বাসিন্দা চাকরীচ্যুত শিক্ষক বিপদ ভজন বনিকের মৃত্যু হয়েছে। তিনি ছিলেন আন্ডার গ্রেজ্যুয়েট শিক্ষক। বয়স ৪৫। বিনা চিকিৎসায় তার মৃত্যু হয় বলে অভিযোগ। অভাব অনটনের জন্য তাকে উপযুক্ত চিকিৎসা করা হয়নি।
সে কারণেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সানিয় সূত্রে জানা গেছে উনি একমাত্র পরিবারের উপার্জনকারী ব্যক্তি ছিলেন।শারীরিক প্রতিবন্ধীও ছিলেন তিনি। উগ্রপন্থী গুলিতে উনি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েছিলেন। গতকাল রাতে নিজ বাসভবনেই প্রয়াত হন চাকরিচ্যুত ওই শিক্ষক। চাকরিচ্যুত হওয়ার পর থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেনlসে কারণেই তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
পরপর চাকুরিচ্যুত শিক্ষকদের মৃত্যুর ঘটনা ঘটছে থাকলেও সরকার ও প্রশাসনের তরফ থেকে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ফলে মৃত্যুর লাইন আরো লম্বা হওয়ার আশঙ্কা রয়েছে।