স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১ জুন।। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার পূর্ব সাতনালা এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গাদা বন্দুকের গুলিতে আত্মহত্যার চেষ্টা করে জামাতা। মঙ্গলবার সকাল নাগাদ পারিবারিক কলহের জেরে গুলিবিদ্ধ হয়েছে এক ব্যক্তি । তার নাম হিরো কুমার রিয়াং ।
বাড়ি কাঞ্চনপুর মহকুমার পূর্ব সাতনালা। ঘটনাটি ঘটেছে শ্বশুরবাড়িতে। গাদা বন্দুক দিয়ে আত্মহত্যা করতে গিয়ে পেটে লেগেছে গুলি। শ্বশুরবাড়ির লোকজন তাকে আহত অবস্থায় কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে আসেন । কাঞ্চনপুর হাসপাতালে আসার পর ডঃ সুধীর দেববর্মা প্রাথমিক চিকিৎসা করেন।
প্রাথমিক চিকিৎসার পর তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে কাঞ্চনপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।শ্বশুর বাড়িতে জামাই গুলিবিদ্ধ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।