অনলাইন ডেস্ক, ৩০ মে।। গৌরবের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন টমাস টুখেল। গোলডটকম জানিয়েছে, কমপক্ষে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি হবে তার সঙ্গে। টুখেলের নেতৃত্বে শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে চেলসি। ব্লুজরা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস হল। এদিন ম্যাচের একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।
গত জানুয়ারিতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে ১৮ মাসের জন্য টুখেলকে দায়িত্ব দেয় চেলসি। শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘শতভাগ নিশ্চিত নই। তবে হয়তো নতুন চুক্তি করতে যাচ্ছি।’ ‘আমি মালিকের সঙ্গে কথা বলেছি। প্রথম সাক্ষাতের জন্য সবচেয়ে ভালো মুহূর্ত এটি।’ ‘আমি তাকে নিশ্চিত করে বলতে পারি ক্ষুধার্ত থাকব।’ ২০১২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল চেলসি।
এবারের শিরোপা দিয়ে ৯ বছরের অপেক্ষা শেষ হল তাদের। অথচ এই টুখেল পিএসজি থেকে ছাঁটাই হয়ে গত জানুয়ারির শেষ সপ্তাহে চেলসির দায়িত্ব নেন। তখন দলটি ছিল দিশেহারা। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের আট ম্যাচের পাঁচটিতে হেরে নেমে গিয়েছিল পয়েন্ট তালিকার ৯ নম্বরে।