অনলাইন ডেস্ক, ৩১ মে।। বিশ্বজুড়ে জোরদার টিকা কর্মসূচির ফলে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) থেকে মুক্তির আশা দেখছে বিশ্ব। দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের পর কমতে শুরু করেছে দৈনিক সংক্রমণ। আড়াই মাসের মধ্যে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ দেখল বিশ্ব।
ওয়ার্ল্ডো মিটারের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৯৮ হাজার ৮১১ জন করোনায় সংক্রমিত হয়েছেন যা ২ মাস ১৫ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ১৫ মার্চ ৩ লাখ ৩৯ হাজার ৪৬৯ জন সংক্রমিত হয়েছিলেন।
করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে যা ১ মাস ২৫ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে ৫ এপ্রিল ৭ হাজার ৫৮০ জনের মৃত্যু হয়েছিল।
করোনার দৈনিক সংক্রমণ কমার পেছনে বড় অবদান যুক্তরাষ্ট্রের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৫০ জন সংক্রমিত হয়েছেন। এই সময় মারা গেছেন ১২৪ জন। মূলত সফল টিকাদান কর্মসূচির সুফল পাচ্ছে দেশটি।
এছাড়া যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোতেও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। টিকা কর্মসূচির সুফল পাচ্ছে যুক্তরাজ্য।
বর্তমানে করোনার দৈনিক সংক্রমিত রোগীর বড় অংশটি হচ্ছে ভারতে। অবশ্য দেশটিতে দৈনিক সংক্রমণ কমে দেড় লাখের ঘরে নেমে এসেছে যা একসময় চার লাখ ছাড়িয়ে গিয়েছিল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি সংক্রমণ দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল যা গত কিছুদিন আগেও লাখের কাছাকাছি ছিল।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৭ কোটি ১০ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ সাড়ে ৫৬ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৭৪৩ জন।