অনলাইন ডেস্ক, ৩১ মে।। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি কেভিন ডি ব্রুইন। চেলসির ডিফেন্ডার আন্তনিও রুদিগারের সঙ্গে বল দখলের লড়াইয়ে মারাত্মক চোট পান ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার। কোচ পেপ গার্দিওলাও বাধ্য হয়ে ৬০তম মিনিটে মাঝমাঠে তার সবচেয়ে বড় অস্ত্রকে মাঠ থেকে তুলে নেন। ডি ব্রুইনের পরিবর্তে মাঠে নামেন গ্যাব্রিয়েল জেসুস।
কিন্তু প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া সিটিজেনরা তাতেও ম্যাচে ফিরতে পারেনি। এই ব্যবধান ধরে রেখে চ্যাম্পিয়নস লিগ জয়ের উচ্ছ্বাসে মাতে চেলসি।
ডি ব্রুইন কেবল নাকে নয়, ব্যথা পান চোখের কোটরেও। তবে ফাইনালে হেরে হতাশ হলেও আপাতত ঠিক আছেন জানিয়ে ২৯ বছর বয়সী মিডফিল্ডার টুইট করেন, ‘আমি এখন ঠিক আছি। গতকালকের হারে এখনো হতাশ। তবে নিঃসন্দেহে আমরা ফিরে আসব। ’
ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য বেলজিয়ামের স্কোয়াডে আছেন ডি ব্রুইন। আসরে দেশটি প্রথম ম্যাচ খেলবে ১২ জুন, রাশিয়ার বিপক্ষে।
সেন্ট পিটার্সবার্গের সেই ম্যাচের আগে সিটি মিডফিল্ডার ফিট হবেন কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে। আর ফিট হলেও মাঠে নামতে পারবেন কিনা, তাও অনিশ্চিত।
এদিকে অনাকাঙ্ক্ষিতভাবে ডি ব্রুইনকে আঘাত দেওয়ায় বিভিন্ন ক্রীড়া ব্যক্তিদের সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন রুদিগার। টুইটে তিনি লেখেন, ‘ডি ব্রুইনের চোটের জন্য আমি খুবই দুঃখিত।
ইচ্ছাকৃতভাবে এটা করিনি আমি। ব্যক্তিগতভাবে আমি ডি ব্রুইনের খোঁজখবর নিচ্ছি এবং আমি আশা করি, সে দ্রুত সেরে উঠবে। তাকে আমরা খুব তাড়াতাড়ি মাঠে দেখতে পাবো। ’