অনলাইন ডেস্ক, ৩০ মে।। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অর্জুন কাপুরের দুই ছবি ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ও ‘সন্দীপ আউর পিঙ্কি ফেরার’, পেয়েছেন ইতিবাচক প্রতিক্রিয়াও। ছবি দুটির সাফল্যের পরই অভিনেতা কিনে ফেললেন বিলাসবহুল ফ্ল্যাট। সে সূত্রে তিনি এখন নায়িকা সোনাক্ষী সিনহার প্রতিবেশী। মুম্বাইয়ের সবচেয়ে দামি এলাকা বান্দ্রায় বাস করেন একাধিক তারকা। সেখানেই অর্জুনের নতুন ফ্ল্যাট। আকাশছোঁয়া ৮১ তলা ভবনের ২৬ তলায় রয়েছে অভিনেতার নতুন ফোর-বিএইচকে ফ্ল্যাট। চারটি বেড রুম, হল রুম, রান্নাঘর সহ এই ফ্ল্যাটের দাম ২০ থেকে ২৩ কোটি টাকা।
পশ্চিম বান্দ্রায় অবস্থিত এই আবাসনে রয়েছে পুল বার, জাকুসি, বারবিকিউ কর্নার-সহ জিম, স্পা, যোগা সেন্টার, মিনি গলফ ক্লাব, ওপেন ক্যাফে, পেট কর্নার আরও একাধিক সুযোগ-সুবিধা। কিছুদিন আগেই অভিনেত্রী সোনাক্ষী সিনহাও কিনেছেন ওই এলাকায় আকাশছোঁয়া একটি ফ্ল্যাট। তাই অর্জুন কাপুর ওসোনাক্ষী সিনহা দুজন এখন প্রতিবেশী। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগে স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে।
বাড়ি নিবন্ধন সম্পর্কিত একটি ওয়েবসাইট জানায়, মহামারির সময় ফ্ল্যাট বা বাংলোর দাম কমে যাওয়া ও স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সুবিধা নিয়ে নতুন সম্পত্তি ক্রয় করছেন অনেক তারকা, ব্যবসায়ী ও শিল্পপতি। নতুন আবাসন কেনার তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন, সানি লিওনি ও পরিচালক আনন্দ এল রাইয়ের। এ দিকে কাজের ক্ষেত্রে অর্জুন কাপুরের হাতে আছে ‘এক ভিলেন রিটার্ন’ ও ‘ভুত পুলিশ’।