অনলাইন ডেস্ক, ৩১ মে।। সালমান খানের বহুল চর্চিত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মাত্র তিনটি হলে মুক্তি পেয়েছে। বেশির ভাগ অংশে লকডাউনের কারণে বন্ধ প্রেক্ষাগৃহে। ফলে ওটিটি প্ল্যাটফর্মে পে পার ভিউ শর্তে মুক্তি পেয়েছিল ‘রাধে’।
প্রথম সপ্তাহের যে বক্স অফিস হিসেব সামনে এসেছে, তাতে দেখা গেছে মোট ৫৯,৯২০ টাকা আয় হয়েছে। ১৩ মে মুক্তি পেয়ে তিনটি হল থেকে আসে এ আয়।
তিনটি থিয়েটারে প্রতিদিন মোট ১১টি শো চলেছে। তবে ত্রিপুরায় করোনার কারণে রাতে কারফিউ জারি থাকার কারণে সব শো দুপুর তিনটার মধ্যে গুটিয়ে আনতে হয়।
এ দিকে ‘রাধে’র নেতিবাচক প্রতিক্রিয়া লেখায় বিতর্কিত অভিনেতা ও স্বঘোষিত ফিল্ম ক্রিটিক কামাল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সালমান খান। কিন্তু এ লেখার কয়েক দিন পর সালমানের বাবা সেলিম খান জানান, তারও ভালো লাগেনি ছবিটি।
জি ফাইভ ও জিপ্লেক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে রেকর্ড সংখ্যক দর্শক পায় ‘রাধে’। প্রথম দিন তো সার্ভারই ক্রাশ করে।
এখন শোনা যাচ্ছে, অ্যাপল টিভি প্লাসে দেখা যাবে সালমানের সর্বশেষ সিনেমাটি। এর আগে এ প্ল্যাটফর্মে মুক্তি পায়নি বলিউডের কোনো ছবি।