অনলাইন ডেস্ক, ৩০ মে।। ‘চোখের বালি’ ও ‘দোসর’— প্রায় চার দশকের অভিনয় জীবনে ঋতুপর্ণ ঘোষের মাত্র দুটি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতার দাবি, এই ছবি দুটিই তার অভিনয় জীবনের ঋতুবদল ঘটিয়েছে। প্রয়াত পরিচালক প্রমাণ করে গেছেন, বাণিজ্যিক ছবির পাশাপাশি প্রসেনজিৎ অন্য ধারার ছবিতেও অভিনয় করতে পারেন। ২০১৩ সালের ৩০ মে মারা যান ঋতুপর্ণ। দিনটিতে পরিচালককে স্মরণ করলেন এ অভিনেতা।
নান, অভিনয়ের সূত্র ধরেই একটা সময় ঋতুপর্ণ তার জীবনের ‘ধ্রুবতারা’ হয়ে উঠেছিলেন। দরকারে শাসনও করেছেন। আবার নিজের হাতে চন্দন পরিয়ে সাজিয়েও দিয়েছিলেন। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে অভিনেতা বলেন, “৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই। বকাঝকা নেই। সাক্ষাৎ হয় না। ঝগড়া হয় না। নতুন নতুন গল্প নিয়ে আলোচনাও হয় না।” অভিনেতার দাবি, এত ‘নেই’-এর মধ্যেও প্রয়াত পরিচালক তার জীবনে ভীষণভাবে ‘বর্তমান’।
প্রসেনজিতের আফসোস, মহামারিতে ছবির দুনিয়া যখন নাভিশ্বাস উঠছে তখন ঋতুপর্ণের মতো পরিচালকের থাকা খুব দরকার ছিল। অভিনেতার বিশ্বাস, ঋতুপর্ণ দুর্দিনেও নতুন পথের হদিস দিতে পারতেন। তার কাজ দিয়ে সমৃদ্ধ করতে পারতেন চলচ্চিত্র জগৎকে। ইনস্টাগ্রামে প্রসেনজিতের এই বক্তব্যকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন ১০ হাজারেরও বেশি অনুসারী।