স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৩১ মে।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার থেকে রেল স্টেশনে যাওয়ার রাস্তাটি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার গুরুতর অভিযোগ উঠেছে।বর্ষা এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যেই শান্তির বাজার থেকে বিলোনিয়া রেল স্টেশনের রাস্তাটি ভেঙ্গে যেতেে শুরু করেছে। রাস্তা থেকে শুরু করে ড্রেন, কালভার্ট ভেঙ্গেচুরে একাকার হয়ে গেছে।ফলে ওই রাস্তায় চলাফেরা করতে নাজেহাল এলাকাবাসী।
এমনকি যানবাহন চলাচল করতে গিয়ে বিপদের মুখে পড়়তে হচ্ছে। এ ধরনের দৃশ্য দেখা গেল বিলোনিয়ার সাতমুড়া বাজার থেকে রেলস্টেশন যাওয়ার রাস্তায়। জানা যায়, কিছুদিন আগে এই রাস্তার কাজটি করা হয়েছে।পূর্ত দপ্তরের মাধ্যমে কিছু ঠিকেদার দিয়ে কাজ করানো হয়। অভিযোগ উঠেছে, এ রাস্তার পাশে যে ড্রেন নির্মাণ করা হয়েছে সেই ড্রেনগুলি এক পশলা বৃষ্টিতেই ভাঙ্গা শুরু হয়ে গেছে।
অতি নিম্নমানের কাজের ফলেই এই পরিণাম বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের আরো অভিযোগ ড্রেন এর পাশাপাশি রাস্তা ভাঙ্গারও সম্ভাবনা রয়েছে। একাংশ ঠিকাদার বেশি মুনাফা অর্জনের জন্য এই ধরনের নিম্নমান কাজ করে যাচ্ছে। ফলে ভোগান্তির শিকার সাধারণ জনগণ। বর্ষাকালে যাতে বিলোনিয়া থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে না পড়ে সেজন্য এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।