অনলাইন ডেস্ক, ৩১ মে।। জুভেন্টাস ছাড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন গুঞ্জন চলছে ইউরোপের ফুটবলে। তবে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সিআর সেভেনের ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিবহাল।
স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা জানায়, স্পেনের রাস্তায় হাঁটার সময় জর্জিনার কাছে এক ব্যক্তি রোনালদোর এই গ্রীষ্মে তুরিন ছাড়ার বিষয়ে জানতে চান।
উত্তরে পর্তুগিজ উইঙ্গারের বান্ধবী বলেন, ‘সে (রোনালদো) থাকছে। ’ রোনালদো সিরি’আ লিগে থাকবেন দাবি করেন জর্জিনা।
সম্প্রতি কয়েক মাস ধরে রোনালদো তুরিন ছাড়া নিয়ে বেশ গুঞ্জন চলছে। তার মা-ও জানিয়েছিলেন পর্তুগালে ফিরে স্পোর্টিং সিপিতে যোগ দেবেন তিনি।
রোনালদোর মায়ের এই দাবিতে যেসব জুভ ভক্তরা হতাশ হয়েছিলেন, জর্জিনার উত্তর তাদের কাছে যেন স্বস্তির বৃষ্টি হয়ে এলো।