অনলাইন ডেস্ক, ৩১মে।। করোনায় যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে দেশটি। এখন থেকে যারা করোনার প্রতিরোধক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের সিনেমা হলের ভেতর প্রবেশ করতে মাস্ক ব্যবহার করতে হবে না।
শুক্রবার (২৯ মে) দেশটির প্রধান তিন মুভি থিয়েটার চেইন এএমসি এন্টারটেইনমেন্ট, সিনেমার্ক এবং রিগ্যাল সিনেমাসের ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে। এএমসির ওয়েবসাইটে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী, যে ব্যক্তিরা করোনার টিকার দুটি ডোজই নিয়েছেন, তাদের আর মাস্ক পরা লাগবে না।
টিকা যদি পুরোপুরি না নেওয়া হয়ে থাকে, তাহলে খাবার এবং পানীয় গ্রহণের সময় ছাড়া অন্য সময়ে মাস্ক পরে থাকবেন।”একই নির্দেশনা দিয়েছে রিগ্যাল ও সিনেমার্ক। যদিও করোনার পরবর্তী সময়ে সেভাবে দর্শক সিনেমা হলে আসছে না। সে জন্য দর্শকদের সিনেমা হলে ফেরানোর জন্য ‘বিগ স্ক্রিন ইজ ব্যাক’ ক্যাম্পেইন চালানো হচ্ছে।