স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ মে।। রাজ্যে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনা সংক্রমণের হার। ২৯ মে গোটা রাজ্যের সংক্রমণের হার ছিল ৬.৩৯ শতাংশ। একদিনের ব্যবধানে ৩০ মে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২.৫১ শতাংশ। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
তিনি বলেন রাজ্যের ৪৫ ঊর্দ্ধে ৮৯ শতাংশ নাগরিকদের টিকাকরণ সম্পন্ন হয়েছে। যেখানে জাতীয় গড় ৩৫ শতাংশ। এক্ষেত্রে গোটা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরা।
তিনি পশ্চিম ত্রিপুরা সহ আগরতলা পুর নিগমের করোনা সংক্রান্ত পরিসংখ্যান জানাতে গিয়ে বলেন, গত ২৯ মে পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের হার ছিল ১৬.৬৭ শতাংশ। ৩০ মে কমে হয়েছে ৩.১২ শতাংশ। আগরতলা পুর নিগম এলাকায় গত ২৯ মে সংক্রমণের হার ছিল ১৭.৪৮ শতাংশ, ৩০ মে তা কমে ৬.৪০ শতাংশ হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের ৪৫ উর্দ্ধে ৯০ হাজার মানুষের টিকাকরণ হয়েছে।
শতাংশের নিরিখে ৮৬৩ শতাংশ এবং ৬০ উর্দ্ধ ৬৪ হাজার ৫৩৯ জনের টিকাকরণ হয়েছে। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে ১৬ লক্ষ ৬ হাজার ৪৫৬ জনের কোভিড টিকাকরণ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ ১০ লক্ষ ৯৮ হাজার ৮১৮ জন এবং দ্বিতীয় ডোজ ৫ লক্ষ ৭ হাজার ৬৩৮ জন নিয়েছেন।
যা মোট জনসংখ্যার ৪০.৭ শতাংশ। তিনি জানান, বর্তমানে রাজ্যে ২ লক্ষ ৭৩ হাজার ৩৯০ ডোজ ভ্যাকসিন মজুত রয়েছে। আরও ১ লক্ষ ৯২ হাজার ৮৫০ টি ভ্যাকসিন আগামী জুন মাসে আসবে। শিক্ষামন্ত্রী জানান, গতকাল রাজ্যে ১৫ হাজার ৬৮৩ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। যা দৈনিক পরীক্ষার নিরিখে এখন পর্যন্ত সর্বচ্চো।
https://www.facebook.com/ratanlalnathmnp/videos/1017400178666058/
শিক্ষামন্ত্রী জানান, রাজ্য সরকার টেস্টিং, টিকাকরণ এবং শতর্কতা এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছেন। এই ক্ষেত্রে তিনি স্বাস্থ্য দপ্তর সহ রাজ্যের সমস্ত ক্লাব, এন জি ও এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলিকে ধন্যবাদ জানান এই পরিস্থিতিতে এগিয়ে আসার জন্য।