স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩১ মে।। গোমতী জেলায় এখন পর্যন্ত ১ লক্ষ ৩৮ হাজার ৩২৪ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮৯ হাজার ৬১২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৮ হাজার ৭১২ জনকে। আজ গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, জেলায় চলতি মাসের ৩০ মে পর্যন্ত কোভিড় পরীক্ষা করা হয়েছে ১১,৭৮৪ জনকে। এরমধ্যে পজিটিভ হয়েছেন ৫.৭৬%। জেলাশাসক জানান, বর্তমানে গোমতী জেলায় ১০টি কন্টেইনমেন্ট জোন রয়েছে। এরমধ্যে উদয়পুর মহকুমার অন্তর্গত উদয়পুর পুর এলাকায় ৬টি এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪টি। জেলায় অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪৮টি। এরমধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৯৪ জন এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৪ জন।
অন্য জেলাতে প্রেরণ করা হয়েছে ১৫ জনকে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮৪ জন। জেলায় কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ জনের। বর্তমানে কোভিড টিকা মজুত রয়েছে ৯ হাজার ডোজ। তিনি আরও জানান, চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে ১০ বেডের আই সি ইউ সহ ভেন্টিলেশন সাপোর্টের ব্যবস্থা রয়েছে।
জেলার উদয়পুর মহকুমায় পি আর টি আই, মহারানীস্থিত বিএসএফ-এর ১৬৪ ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টার, অমরপুর মহকুমায় অমরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এস টি বয়েজ হোস্টেল, করবুক মহকুমায় পাঞ্জিহাম এইচ এস স্কুল সংলগ্ন বয়েজ হোস্টেলকে কোভিড কেয়ার সেন্টার হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে চালু করা হবে। টেপানিয়া জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনায় মৃত ব্যক্তির সৎকারের জন্য জেলার তিনটি মহকুমায় কোভিড শ্মশান করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জেলা ওয়ার রুম এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। রোগীদের পরিষেবা দেওয়ার জন্য চারটি ফোন নম্বর চালু করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়, জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক নীরুমোহন জমাতিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন৷