অনলাইন ডেস্ক, ৩০ মে।। সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে চার মাস ধরে মিয়ানমার জুড়ে বিক্ষোভ পালিত হচ্ছে। হাজার হাজার গণতন্ত্রপন্থী রাস্তায় সামরিক জান্তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন।
এর জবাবে সামরিক বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। তাদের হামলায় শত শত লোকের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার প্রতিবাদকারীকে আটক করেছে সামরিক সরকার।
ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, দেশটির সবচেয়ে কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত ইয়াংগুনের ইনসেইন কারাগারে শত শত রাজনৈতিক বন্দিকে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। মুক্তি পাওয়া বন্দিরা জানান, কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদে নিয়ে বন্দিদের নির্মম অত্যাচার করে থাকে।
সম্প্রতি মুক্তি পেয়েছেন জাপানি সাংবাদিক ইউকি কিতাজমি। জান্তা সরকার প্রথমে কথিত অভিবাসন নীতি ভঙ্গ এবং পরে অবৈধ ভিডিও কেনার দায়ে ১ মাসের বেশি সময় তাকে ইনসেইন কারাগারে আটক ও অত্যাচার করে।
ইউকি জানান, তাকে একটি ঘরে ১০০ জনের বেশি বন্দিদের সঙ্গে রাখা হয়েছিল। ওই সব বন্দিদের সামরিক কম্পাউন্ডে অত্যাচার শেষে বিধ্বস্ত অবস্থায় রাখা হতো। তিনি বলেন, রাজনৈতিক বন্দিদের পেছনে হাত বেঁধে কংক্রিট ফ্লোর থেকে খেতে বাধ্য করা হতো।
১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের আগে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী অং সান সু চিসহ বহু নেতাকে গ্রেপ্তার করেছে সামরিক জান্তা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ আনা হয়।