অনলাইন ডেস্ক, ৩০ মে।। ‘ফ্রেন্ডস রিইউনিয়ন’ নিয়ে বিশ্বজুড়ে ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। বিশেষ এ পর্বে মূল সিরিজের তারকারা ছাড়াও ছিলেন বিভিন্ন ক্ষেত্রের নামি সেলিব্রিটি। কিন্তু চীনের দর্শকেরা অতিথিদের অনেককে দেখতে পাননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার এইচবিও ম্যাক্সে ‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’ প্রচার হয়। চীনে যে পর্ব দেখানো হয়েছে, তা থেকে বাদ পড়েছে পপ তারকা লেডি গাগা, গায়ক জাস্টিন বিবার এবং গানের দল বিটিএস।
এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে চীনের ‘ফ্রেন্ডস’ অনুরাগীদের মধ্যে। গাগার অংশ বাদ দেওয়ার কারণ, তিব্বতের ধর্মীয় গুরু দালাইলামার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই কারণে ২০১৬ সাল থেকে গাগার ওপরে চীনে ঘুরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। ২০১৪ সালে জাস্টিন বিবারের ওপরে নিষেধাজ্ঞা জারি করে চীন। জাপানের টোকিও’র ইয়াসুকুনি শ্রাইনে গিয়ে নিজের একটি ছবি তুলেছিলেন তিনি। ওই জায়গায় যুদ্ধে নিহত জাপানিদের সম্মান জানানো হয়েছে বলে এই নিষেধাজ্ঞা।
কোরীয় গানের দল বিটিএস-এর ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। এক ভিডিওতে কোরিয়ার সঙ্গে চীনের যুদ্ধের প্রসঙ্গ তুলেছিলেন বিটিএস-এর সদস্যরা। চীনের মতে, কতজন চীনা সৈনিক মারা গিয়েছিল সে কথা ভিডিওতে উল্লেখ করেননি বিটিএস সদস্যরা। এ ছাড়া ‘ফ্রেন্ডস রিইউনিয়ন’-এর যে সব অংশে সমকাম বা প্রান্তিক যৌনতার কথা উল্লেখ রয়েছে, সেগুলোও ছেঁটে দেওয়া হয়েছে। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ‘ফ্রেন্ডস’ সিরিজের ১০টি সিজন প্রচার হয়। মোট এপিসোড ছিল ২৩৪টি। যার সঙ্গে যুক্ত হয়েছে এবারের ‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’।