অনলাইন ডেস্ক, ২৯ মে।। মাঠের লড়াইয়ে দর্শক হয়ে গেছেন হামেস রদ্রিগেজ। যে কারণে কোপা আমেরিকায় খেলতে পারবেন না কলম্বিয়ার এ মিডফিল্ডার। শুধু কোপা আমেরিকা নয়। মাঝ-মাঠের এ ফুটবলার সঙ্গে অংশ নিতে পারবেন না কাতার বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচেও।
কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (সিএফএফ) খবরটি নিশ্চিত করলেও রদ্রিগেজের চোট সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। অবশ্য অনেক দিন ধরেই পেশির চোটে ভুগছিলেন এভারটনের এ তারকা প্লেমেকার। বিশ্বকাপ বাছাই পর্বে ৩ জুন পেরুর মাঠ সফরে যাবে কলম্বিয়া।
পাঁচদিন পর ঘরের মাঠে মেগাস্টার লিওনেল মেসির আর্জেন্টিনাকে আতিথ্য দিবে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা আর্জেন্টিনার মাঠে গড়ানোর কথা ১৩ জুন। ফাইনাল দিয়ে আসর শেষ হবে ১০ জুলাই।