অনলাইন ডেস্ক, ২৯ মে।। ইরানের আটক পতাকাবাহী জাহাজ (এমটি হর্স) ছেড়ে দিয়েছে ইন্দোনেশিয়ার। জাহাজটি তেল পরিবহন করতো। শনিবার (২৯ মে) ইন্দোনেশীয় এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
জানা যায়, ইরানের পতাকাধারী ট্যাংকারটিকে শুক্রবার (২৮ মে) ছেড়ে দেওয়া হয়েছে। আদালতের রায়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ট্যাংকারটিকে জানুয়ারিতে আটকের করা হয়েছিল। অভিযোগ রয়েছে, আটক করা এমটি হর্স ইন্দোনেশিয়ার জলসীমায় অবৈধভাবে তেল পরিবহন করছিল।