তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত!


অনলাইন ডেস্ক, ২৯ মে।। ভারতে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম নাগরিকেরা দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার (২৮ মে) এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, এই আদেশ জারি করে সিএএ কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরই মধ্যে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের মোট ১৩ জেলায় বসবাসকারী অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদন করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব আইনের (সিএএ) অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তবে, এই বিজ্ঞপ্তি সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়। মূলত ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় আবেদনকারীদের মধ্য থেকে যাচাই–বাছাই করে ভারতের নাগরিক হিসেবে ঘোষণা করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। রাজ্য, জেলা ও কেন্দ্রীয় সরকার পর্যায় থেকে এসব আবেদন যাচাই–বাছাই করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?