অনলাইন ডেস্ক, ২৯ মে।। উয়েফার আইন ভেঙে ইউরোপিয়ান এক বেটিং প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সেই অপরাধের শাস্তি পেলেন এ তারকা সুইডিশ ফরওয়ার্ড।আর্থিক শাস্তি হিসেবে ৫০ হাজার ইউরো জরিমানা গুনলেন এসি মিলানের এ ফুটবল মেগাস্টার। শুধু ৩৯ বছর বয়সী এ স্টার ফুটবলারেরই শাস্তি হয়নি।
শাস্তি পেয়েছে তার দল মিলানও। ইব্রাহিমোভিচের ক্লাবটিকে সতর্ক করার সঙ্গে ২৫ হাজার ইউরো জরিমানাও করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এর আগে ইব্রার স্বদেশী গণমাধ্যমে মাল্টা-ভিত্তিক বেটিং প্রতিষ্ঠানে তার অংশদারী মালিকানা থাকার খবর ছড়িয়ে পড়ে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন ইব্রাহিমোভিচ।