চ্যাম্পিয়নস লিগ: ম্যানসিটির প্রথম নাকি চেলসির দ্বিতীয়?


অনলাইন ডেস্ক, ২৯ মে।। শেষ হচ্ছে ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার প্রহর। আজ শনিবার, ২৯ মে রাতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। জিভে জল এনে দেওয়ার মতো এমন ম্যাচ রাত জেগে উপভোগের জন্য প্রস্তুত এখন দুনিয়ার তাবৎ ফুটবল অনুরাগীরা। বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।

অল ইংলিশ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোচ পেপ গার্দিওলার শিষ্যদের প্রতিপক্ষ কোচ টমাস টাচেলের চেলসি। শ্বাসরুদ্ধকর জমজমাট ম্যাচটি সরাসরি দেখাবে স্যাটেলাইট টিভি চ্যানেল সনি টেন টু। প্রথমবারের মতো ইউরোপ সেরাদের আসরের ফাইনালে উঠেছে ম্যানসিটি। তাই প্রথম চেষ্টাতেই সম্মানজনক এই প্রতিযোগিতার শিরোপা জিততে চায় প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়নরা। আর টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে চায় চেলসি।

কেননা এর আগেও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এ শীর্ষ আসরের শিরোপা জিতেছিল তারা। ২০১২ সালে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতে নিয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজ শিবির। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে অবশ্য চেলসি এগিয়ে। বিদায়ী মৌসুমে ম্যানসিটিকে দুইবার হারিয়েছে চেলসি। প্রথমবার প্রিমিয়ার লিগে। পরে ২০২০-২১ মৌসুমে এফএ কাপের সেমি-ফাইনালেও হারিয়ে তারা ম্যানসিটিকে। তবে ছেড়ে কথা বলবে না গার্দিওলার দল।

হারের মধুর প্রতিশোধ নিতে যারপরনাই মরিয়া এখন তারা। চ্যাম্পিয়নস লিগের মহারণের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল তুরস্কের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে। কিন্তু করোনা প্রটোকলের জন্য ফাইনাল ম্যাচটি তুরস্ক থেকে সরিয়ে পর্তুগালে নিয়ে এসেছে উয়েফা। পোর্তোর এস্তাদিও দো দ্রাগাও গ্রাউন্ডে সাড়ে ১৬ হাজার দর্শকের সামনে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ম্যানসিটি ও চেলসি। চ্যাম্পিয়ন হবে কারা? উত্তরটা জানার জন্য এখন ম্যাচের অপেক্ষায় থাকতে হবে ক্রীড়ামোদীদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?