চেক প্রদানের সময় অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহা উপস্থিত ছিলেন৷ চেক গ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা ইস্পাত লোহিয়া গ্রুপ অব কোম্পানীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। আলোচনাকালে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, করোনা অতিমারি প্রতিরোধে সরকারের সাথে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি এই কোম্পানীর কাজকর্ম বিষয়ে বিশদ খোজখবর নেন। আলোচনাকালে কোম্পানীর কর্ণধার বিশাল সিং সোলাঙ্কি মুখ্যমন্ত্রীকে জানান, রাজ্যে করোনা অতিমারি প্রতিরোধের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হল। কাশিপুরে এই কোম্পানীর উদ্যোগে ৩১২টি ফ্ল্যাট নির্মাণের জন্য “শুভম সোলিয়েটার’’ নামে একটি প্রোজেক্ট নেওয়া হয়েছে। আগামী ৩ বছরের মধ্যে এই ফ্ল্যাট নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।