স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ মে।।চড়িলামের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুড়া এলাকার এক যুবক গত তিন দিন ধরে নিখোঁজ। কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমশই বাড়ছে।বাড়ি থেকে রাজমিস্ত্রির কাছে গিয়ে নিখোঁজ এক যুবক। ঘটনা চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত আড়িলিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুড়া এলাকায়। নিখোঁজ যুবকের নাম মানিক দত্ত ।
পিতার নাম নারায়ণ দত্ত। গত মঙ্গলবার দুপুর বেলা রাজমিস্ত্রির কাজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় মানিক দত্ত। আজ পর্যন্ত বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন চিন্তায় রয়েছে।পাড়া-প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব সমস্ত জায়গা তন্নতন্ন করে খুঁজেও মানিক দত্তের সন্ধান পাওয়া যায়নি। শেষমেষ বাধ্য হয়ে মানিক দত্তের স্ত্রী উমা দত্ত বৃহস্পতিবার বিশালগড় থানায় মিসিং ডায়েরি করেছেন।
উদ্বেগ-উৎকণ্ঠায় মানিক দত্তের স্ত্রী সন্তানরা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছ। ছেলেমেয়েরা সারাক্ষণ শুধু কান্নাকাটি করছে বাবার জন্য। মানিকের মায়ের চিৎকারে গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। মানিক এর ফোন নম্বর ৮৭৩০৯৮৯৪৬৩। এই নম্বরে ফোন করলে সুইচ অফ আসছে। বাড়িঘরে কোন ঝগড়া ঝামেলা হয়নি। হঠাৎ করে কোথায় চলে গেল মানিক ।
এই চিন্তায় পরিবারের কারোর মুখে খাবার ওঠে না, চোখে ঘুম নেই । পরিবারের সবাই মানিকের বাড়ি ফেরার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিপাহী জলা অভয়ারণ্য এলাকায় মানিক দত্তের বাড়ি। এখন দেখার পুলিশ মানিককে খুঁজে পেতে সক্ষম হয় কিনা।