ইউরো কাপের জন্য ডাচ স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক, ২৭ মে।। ইউরোপিয়ান চ্যাম্পিয়নসশিপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। কোচ ফ্রাঙ্ক ডে বোয়েরের স্কোয়াডে জায়গা হয়নি টটেনহামের স্টিভেন বার্গউইন, অ্যাস্টন ভিলার আনওয়ার এল গাজি, ফুলহামের কেনি টেটের। প্রথমবারের মতো ডাচদের স্কোয়াডে ডাক পেয়েছেন পিএসভি আইন্দোফেনের কোডি গাকপো ও আয়াক্সের জুরিয়েন টিম্বার। এ ছাড়া দলে ফিরেছেন ৩৮ বছর বয়সী গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গ।

স্টেকেলেনবার্গ ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন। দীর্ঘদিন এভারটনে রিজার্ভ গোলরক্ষক থাকার গত বছর পর আয়াক্সের হয়ে ইরেদিভিসিতে ফেরেন তিনি। ২৬ সদস্যের ডাচ স্কোয়াড গোলরক্ষক: জেসপার চিলেসেন (ভ্যালেন্সিয়া), টিম ক্রাল (নরউইচ সিটি), মার্টিন স্টেকেলেনবার্গ (আয়াক্স) ডিফেন্ডার: নাথান আকে (ম্যানচেস্টার সিটি), ড্যালে ব্লাইন্ড (আয়াক্স), মাথ্যিস ডি লিট (জুভেন্টাস), স্টেফান ডি ভ্রিজ (ইন্টার মিলান), ড্যাঞ্জেল ডামফ্রাইজ (পিএসভি), জুরিয়েম টিম্বার (আয়াক্স), প্যাট্রিক ফন আনহল্ট (ক্রিস্টাল প্যালেস),

জোয়েল ভেল্টম্যান (ব্রাইটন), ওয়েন ভিজালদাল (এজেড আলকেমার) মিডফিল্ডার: ফ্রাঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা), মার্টেন ডে রোন (আটালান্টা), রায়ান গ্রাভেনবার্চ (আয়াক্স), ড্যাভি ক্লাসেন (আয়াক্স), টিউন কুপমেইনার্স (এজেড আলকেমার), ডোনি ফন ডি ভিক (ম্যানচেস্টার ইউনাইটেড), জিওর্জিনো ভিজনালদাম (লিভারপুল) ফরোয়ার্ড: স্টিভেন বার্গুইস (ফেইনুর্দ), লুক ডি জং (সেভিয়া), মেমফিস ডিপে (লিঁও), কোডি গাকপো (পিএসভি), ডোনিয়েল মালেন (পিএসভি), কুইন্সি প্রোমেস (স্পার্তাক মস্কো), আউট ওয়েগোর্স্ট (ভলসবুর্গ)

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?