রিডিং থেকে বায়ার্নে ওমর


অনলাইন ডেস্ক, ২৭ মে।। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব রিডিং থেকে জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন ওমর রিচার্ডস। বাভারিয়ানদের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন এই ইংলিশ লেফট-ব্যাক। ২৩ বছর বয়সী রিচার্ডস ২০১৪ সালে রিডিংয়ের একাডেমিতে যোগ দেন। ২০১৭ সালের আগস্টে চ্যাম্পিয়নশিপের ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। রিডিংয়ের হয়ে ১০৬ ম্যাচ খেলেছেন তিনি।

২০২০-২১ মৌসুম শেষে রিডিংয়ের সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেন রিচার্ডস। এরপর ফ্রি অ্যাজেন্টে বায়ার্নের সঙ্গে চুক্তি করেন। ২০২৫ সাল পর্যন্ত অ্যালিয়েঞ্জ অ্যারেনায় থাকবেন তিনি। বায়ার্নের রক্ষণভাগে আলফোনসো ডেভিসের সঙ্গে জুটি বাঁধবেন এই লেফট-ব্যাক।

ডেডিভ আলাবা ও জেরোম বোয়েটাং উভয়ে ৬ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও টানা ৯ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন আগামী মৌসুমে। তাদের অভাব পূরণে রক্ষণভাগে শক্তি বৃদ্ধির জন্য রিচার্ডসকে দলে নিল বায়ার্ন। এ ছাড়া বেশ চওড়া দামে লাইপজিগের ফরাসি সেন্ট্রাল ডিফেন্ডার ডায়োট আপামাকানোর সঙ্গে চুক্তি করেছে জার্মান চ্যাম্পিয়নরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?