স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ মে।। রাজধানী আগরতলা শহর এলাকার কোন যেমন বিবেকানন্দ আবাসিকের বাসিন্দারা নিয়মিত পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না। বৃহস্পতিবার এলাকাবাসী জোনাল অফিস এগিয়ে পরিস্রুত পানীয় জলের যোগান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তীব্র জল সংকটের সম্মুখীন কুঞ্জবন বিবেকানন্দ আবাসনের আবাসিকরা।তাদের অভিযোগ গত দশ থেকে বারো দিন যাবত তারা জল পাচ্ছেন না।
তাই বৃহস্পতিবার শ্যামলী বাজার জোনাল অফিসে তারা জলের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে ওই এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন। এলাকার জনগণের অভিযোগ তারা জোনাল অফিসার এর কাছে জলের সমস্যার কথা জানাতে গেলে তিনি তাদের সঙ্গে কথা না বলে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন। তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুঞ্জবন বিবেকানন্দ আবাসনের বাসিন্দারা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে দায়িত্বপ্রাপ্ত পাম্প অপারেটর জানান দীর্ঘদিন ধরে আয়রন রিমুভাল প্ল্যান্টি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে না। প্লান্ট স্থাপনের পর থেকে এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। শুধু তাই নয় যে পাইপ লাইন দিয়ে জল সরবরাহ করা হয় সেইসব পাইপলাইনে ভর্তি হয়ে গেছে।
নির্দিষ্ট গতিতে জল যাচ্ছে না। সে কারণেই আবাসিক এলাকায় নিয়মিত জল পাচ্ছেন না আবাসিকরা। পাম্প অপারেটর দাবি করেছেন তিনি দুবেলা পাম্প চালিয়ে জল সরবরাহ করে থাকেন।কুঞ্জবন বিবেকানন্দ আবাসিক এলাকার বাসিন্দারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অবিলম্বে চাহিদামত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন।