স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ মে।। বৃহস্পতিবার রাজ্যে এল আরও করোনা ভ্যাকসিন। এয়ার ইন্ডিয়ার বিমানে বৃহস্পতিবার আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল বিমানবন্দরে এসে পৌঁছায় করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। স্বস্তি ফিরল রাজ্যবাসীর মনে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও রাজ্যে এল করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমানে নয় বক্স করোনা ভ্যাকসিন এসে পৌঁছায়।
এমবিবি বিমানবন্দরের কর্মীরা সযত্নে করোনা ভ্যাকসিন দ্রুত স্বাস্থ্য দপ্তরের হাতে হস্তান্তর করেন। যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও করোনা ভ্যাকসিন রাজ্যে এসে পৌঁছায় বিশেষ করে ১৮ থেকে ৪৪ বছরের নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। কেননা করোনাভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন খুবই জরুরী। ভ্যাকসিনের সাময়িক সংকট দেখা দেওয়ায় রাজ্যবাসী উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছিলেন। অবশেষে উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটলো। আগামীকাল থেকেই ভ্যাকসিন প্রদান শুরু হবে বলে স্বাস্থ্য দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।