স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৭ মে।। গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়েছে এক গৃহবধূ। গৃহবধূর নাম স্বপ্না রাণী নাথ( ৪০)।ঘটনা ধর্মনগর দক্ষিন গঙ্গানগর এলাকায়। অগ্নিদগ্ধ গৃহবধূ বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক জানিয়েছেন স্বপ্না রাণী নাথের অবস্থা আশঙ্কাজনক। অভাব অনটনের কারণেই আত্মহত্যা করার চেষ্টা করেছে বলে জানিয়েছে অগ্নিদগ্ধ মহিলা।
নিজ শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ গৃহবধু ঘটনা ধর্মনগর মহকুমার দক্ষিন গঙ্গানগর এলাকার।অগ্নিদগ্ধ মহিলার স্বামী নারায়ণ নাথ পেশায় দিন মজুর।বুধবার সন্ধ্যা নাগাদ মহিলার স্বামী কাজ থেকে বাড়ি ফেরার পর স্বপ্না রানী নাথকে খাবার দেওয়ার কথা বললে মহিলা রান্নাঘরে গিয়ে নিজ শরীরেই কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনা দেখে মহিলার স্বামী নারায়ণ নাথ আগুন নেবানোর চেষ্টা করেন।
তার চিৎকার শুণে আশেপাশের লোকজনরাও ছুটে আসে।অগ্নি নির্বাপক দপ্তরে খবরে দিলে মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।কি কারণে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এই প্রশ্নের উত্তরে অগ্নিদগ্ধ মহিলা স্বপ্না রানী নাথ বলেছেন অভাব অনটনের কারণেই আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি।বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে মহিলার।হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক জানিয়েছেন স্বপ্না রাণী নাথের অবস্থা আশঙ্কাজনক।শরীরের প্রায় ৯০শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র রেফার করা হবে।