স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৭ মে।। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তিন কুখ্যাত ছিনতাইকারী। তাদেরকে মুরাবাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে। সিপাহী জলা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বুধবার গভীর রাতে মুড়াবাড়ী থেকে আটক করা হয়েছে সন্দেহভাজন কুখ্যাত ৩ ছিনতাইবাজকে।
বৃহস্পতিবার কুখ্যাত ৩ ছিনতাইবাজকে টিআই প্যারট করার জন্য আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য ২৫ মে বিশালগড় এলাকায় আট লক্ষ টাকার মোদি মালসহ ডিআই গাড়ি বিশালগড় অফিসটিলা এলাকা থেকে ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহেই কুখ্যাত ৩ ছিনতাইবাজকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশালগড় থানা পুলিশ কর্মীরা তাদেরকে আটক করতে সক্ষম হয়। জানা যায় তাদের বাড়ি বিশালগড় এলাকায়।