স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ মে।। রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন বিভিন্ন পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের মধ্যে আরও সচেতনতা বাড়ানোর জন্য করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। এই গ্রুপ গঠন করা হয়েছে রাজ্য, জেলা, ব্লক, আগরতলা পুর নিগম, নিগমের বিভিন্ন ওয়ার্ড, রাজ্যের বিভিন্ন নগর সংস্থা (ইউ এল বি), পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি পর্যায়ে।
রাজ্যের মুখ্যসচিবের অফিস থেকে জানানো হয়েছে রাজ্য ভিত্তিক করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপে (সি এম জি) রয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের দুই সাংসদ প্রতিমা ভৌমিক এবং রেবতী ত্রিপুরা, রাজ্যসভার সাংসদ, মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, রাজস্ব দপ্তরের সচিব, এই কমিটির আহ্বায়ক হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব।
পশ্চিম ত্রিপুরা জেলা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপে রয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, জিলা পরিষদের সভাধিপতি, বিধায়ক সুরজিৎ দত্ত, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক বৃষকেতু দেববর্মা, পশ্চিম জেলার পুলিশ সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও শিক্ষা দপ্তরের জেলা বিদ্যালয় পরিদর্শক। এই কমিটির কনভেনার হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক। সিপাহীজলা জেলার সি এম জি তে রয়েছেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, জিলা সভাধিপতি, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলার এস পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক। এই কমিটির কনভেনার হয়েছেন জেলার জেলাশাসক।
গোমতী জেলার সি এম জি-তে রয়েছেন কৃষি ও পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, জিলা সভাধিপতি, বিধায়ক রতন কুমার ভৌমিক, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া, এই জেলার এস পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক। এই কমিটির কনভেনার হয়েছেন জেলার জেলাশাসক। দক্ষিণ ত্রিপুরা জেলা সি এম জি-তে রয়েছেন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, জিলা সভাধিপতি, বিধায়ক শংকর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক প্রভাত চৌধুরী, জেলার এস পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক।
কমিটির আহ্বায়ক হয়েছেন এই জেলার জেলাশাসক। খোয়াই জেলার সি এম জি-তে রয়েছেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, জিলা সভাধিপতি, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, জেলার এস পি, বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই কমিটির কনভেনার হয়েছেন খোয়াই জেলার জেলাশাসক।ধলাই জেলার সি এম জি-তে রয়েছেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, জিলা সভাধিপতি, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, বিধায়ক শম্ভুলাল চাকমা, জেলার এস পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক এই কমিটির কনভেনার হয়েছেন জেলাশাসক।
ঊনকোটি জেলার সি এম জি-তে রয়েছেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সন্ত্বনা চাকমা, জিলা সভাধিপতি, বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিধায়ক সুধাংশু দাস, বিধায়ক মবস্বর আলী, জেলার এস পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক। এই কমিটির কনভেনার হয়েছেন জেলার জেলাশাসক। উত্তর ত্রিপুরা জেলার সি এম জি-তে রয়েছেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জিলা সভাধিপতি বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথ, বিধায়ক বিণয় ভূষণ দাস, বিধায়ক প্রেম কুমার রিয়াং জেলার এস পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলার স্কুল পরিদর্শক। এই কমিটির কনভেনার হয়েছেন জেলার জেলাশাসক।
ব্লক করোনা ক্রাইসিস ম্যানজেমেন্ট (পঞ্চায়েত এলাকা) গ্রুপে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, সিডিপিও, সংশ্লিষ্ট থানার ওসি, মহকুমা হাসপাতাল/পিএইচসি/সিএইচসি-এর এম ও, আই/সি৷ এই গ্রুপের আহ্বায়ক হয়েছেন বিডিও। ব্লক করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট (টিটিএএডিসি এলাকা) গ্রুপে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার এম এল এ, মহকুমা শাসক, এডিসি’র সদস্য, এসডিপিও, সিডিপিও, সংশ্লিষ্ট থানার ওসি, মহকুমা হাসপাতাল/পিএইচসি/সিএইচসি-এর এম ও, আই/সি এই গ্রুপের কনভেনার হয়েছেন বিডিও। এএমসি করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপে রয়েছেন বিধায়ক দিলীপ দাস, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার, এএমসি’র হেলথ অফিসার, সদরের এসডিপিও, পূর্ব আগরতলা এবং পশ্চিম আগরতলা থানার ওসি, পুর নিগমের কমিশনার মনোনীত বিভিন্ন ক্লাব, সংস্থা সংগঠনের প্রতিনধিগণ।
এই গ্রুপের কনভেনার হয়েছেন আগরতলা পুর নিগমের কমিশনার। ওয়ার্ড করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপে (এএমসি) রয়েছেন পুর নিগমের কমিশনার মনোনীত দুইজন স্থানীয় নেতৃত্ব অথবা বিশিষ্ট ব্যক্তি, আশা/এমপিডব্লিউ কর্মী, স্বসহায়ক দলের দুইজন সদস্য। এই গ্রুপের কনভেনার হয়েছেন ওয়ার্ড সেক্রেটারী।আরবান লোক্যাল বডি করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপে (এএমসি বাদে) রয়েছেন সংশ্লিষ্ট এলাকার এম এল এ মহকুমা শাসক, এসডিপিও, সিডিপিও, সংশ্লিষ্ট থানার ওসি, মহকুমা হাসপাতাল/সিএইচসি/পিএইচসি-এর এমওআই/সি, একজন আশা কর্মী, একজন অঙ্গনওয়াড়ি কর্মী, দুইজন স্থানীয় নেতৃত্ব অথবা বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই গ্রুপের কনভেনার হয়েছেন সিইও/ ইও। পঞ্চায়েত করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপে রয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আশা অথবা এমপিডব্লিউ কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, দুইজন জনপ্রতিনিধি, সক্রিয় স্বসহায়ক গ্রুপের দুইজন প্রতিনিধি। এই গ্রুপের কনভেনার হয়েছেন পঞ্চায়েত সচিব। ভিলেজ করোনা কমিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপে রয়েছেন আশা অথবা এমপিডব্লিউ কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, দুইজন স্থানীয় নেতৃত্ব অথবা বিশিষ্ট ব্যক্তিত্ব, সক্রিয় স্বসহায়ক দলের দুইজন প্রতিনিধি। এই গ্রুপের আহ্বায়ক হয়েছেন সংশ্লিষ্ট ভিলেজ সচিব।