অনলাইন ডেস্ক, ২৭ মে।। রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ জিনেদিন জিদান। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে এমনটাই জানিয়েছে ক্রীড়া মাধ্যম মার্কা। বেশ কয়েক দিন ধরে জিদানের সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার গুঞ্জন চলছে। লা লিগার মৌসুম শেষে সেই গুঞ্জন বেশ ডালপালা মেলে।
লস ব্লাঙ্কোসরা লা লিগার ২০২০-২১ মৌসুম শেষ করে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে। শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ হওয়ায় জিদান রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই ধারণা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যে রিয়ালে না থাকার কথা জানিয়ে দিয়েছেন জিদান। তার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।কেবল লা লিগা নয়, সুপারকোপা দে এস্পানার শিরোপা ধরে রাখতেও ব্যর্থ হয় লস ব্লাঙ্কোসরা।
সদ্য সমাপ্ত মৌসুমটা শিরোপাবিহীন কেটেছে জিদানের। এমন এক কঠিন মৌসুম শেষে ফরাসি কোচ ইঙ্গিত দেন মাদ্রিদ ছাড়ার। ক্লাবের ভবিষ্যৎ সহজ করার জন্য জিজুর এমন সিদ্ধান্ত। জিদান দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নেন ২০১৯ সালে। ফিরেই লা লিগা ও সুপারকোপা জিতেন তিনি।