অনলাইন ডেস্ক, ২৭ মে।। গুঞ্জনই অবশেষে সত্যি হলো। রিয়াল মাদ্রিদকে দ্বিতীয়বারের মতো বিদায় জানালেন কোচ জিনেদিন জিদান। সান্তিয়াগো বার্নাব্যুতে ফরাসি কোচের স্থলাভিষিক্ত কে হতে পারেন তা নিয়ে এখন জল্পনা-কল্পনা চলছে। সেই তালিকায় আছে রাউল গঞ্জালেস, আন্তনিও কন্তে ও ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির নাম। অ্যালেগ্রি বার্নাব্যুতে আসবেন কিনা তা এখনো অনিশ্চিত।
কারণ আন্দ্রে পিরলোর পরিবর্তে ৫৩ বছর বয়সী ইতালিয়ানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পারে জুভেন্টাস। অ্যালেগ্রি না এলে ইন্টার মিলানকে সিরি’আ জেতানো কোচ কন্তে ও রিয়ালের ঘরের ছেলে এবং তাদের যুব দলের কোচ রাউল জিদানের উত্তরসূরি হিসেবে অলহোয়াইটদের দায়িত্ব নিতে পারেন। জিদানের অধীনে রিয়াল ২০২০-২১ মৌসুমের লা লিগা শেষ করেছে তালিকার দ্বিতীয় স্থানে থেকে।
গত শনিবার মৌসুমের শেষদিনে নাটকীয় ম্যাচ জিতে শিরোপা উৎসব করে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। কেবল লা লিগা বিসর্জন নয়, সুপার কোপা এস্পানার শিরোপা ধরে রাখতেও ব্যর্থ হয় লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও ব্যর্থ রিয়াল। তারই ফলশ্রুতিতে বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত জিজুর। জিদান দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নেন ২০১৯ সালে। ফিরেই লা লিগা ও সুপারকোপা জিতেন তিনি। এর আগে ২০১৬-১৮ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন জিদান।