স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ মে।। কোভিড রোগ নির্ণয়, ভ্যাকসিনেশন এবং কোভিড আচরণ বিধি যথাযথভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে আজ সদর মহকুমার ডুকলি পঞ্চায়েত সমিতির মিলনায়তনে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস৷ তাছাড়াও উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিগণ ও পঞ্চায়েত সচিবগণ।
সভায় স্থানীয়ভাবে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে আগামীকাল থেকে ডুকলি ব্লকে করোনা পরীক্ষা শুরু হবে। এই কর্মসূচি আগামী ১১ জুন পর্যন্ত চলবে। সভায় সদর মহকুমার মহকুমা শাসক জানান, অন্ত্যোদয়, প্রায়োরিটি গ্রুপ এবং দরিদ্র পরিবারে করোনা আক্রান্ত হলে প্রতি রোগীকে তহশিল ভেরিফিকেশনের মাধ্যমে এস ডি আর এফ থেকে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, ইতিমধ্যে সদর মহকুমার ২৫০ জন কোভিড রোগীকে এই সহায়তা দেওয়া হয়েছে। সভায় মহকুমা শাসক কোভিড স্বাস্থ্যবিধির মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জানান, প্রয়োজন অনুসারে পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাস্ক বিতরণ করা হবে এবং রোগীদের মধ্যে খাদ্যদ্রব্য প্রদান করা হবে। তাছাড়া এদিন সদর মহকুমা শাসকের উদ্যোগে বনমালীপুরের মর্ডান ক্লাবে অনুরূপ এক সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন ক্লাব ও সমাজসেবীগণ সভায় উপস্থিত ছিলেন।