অনলাইন ডেস্ক, ২৭ মে।। ১১ বছর পর ইন্তার মিলানকে ইতালিয়ান লিগ সিরি আয় চ্যাম্পিয়ন করেছেন আন্তোনিও কন্তে। দলের শিরোপা নিশ্চিত করা ৩ সপ্তাহ পরই কোচের পদ থেকে সড়ে দাঁড়ালেন এই ৫১ বছর বয়সী। দুই বছর আগে ইন্তারের দায়িত্ব নিয়েছিলেন কন্তে। দায়িত্ব ছাড়লেন চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই।
এক বিবৃতিতে কন্তের অসাধারণ কাজের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে ইন্তার। সমঝোতার ভিত্তিতেই দুই পক্ষ এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন কন্তে? ইতালিয়ান সংবাদমাধ্যমে খবর, ক্লাবের খরচ কমাতে ইন্তারের মালিক প্রতিষ্ঠান চীনা কোম্পানি সুনিং হোল্ডিং গ্রুপ যেসব পরিকল্পনা হাতে নিয়েছে, তা পছন্দ হয়নি কন্তের। করোনায় আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সুনিং। করোনার প্রভাব ইন্তারের ওপর তাই অনেক বেশি পড়েছে। যে কারণে খেলোয়াড়দের ১৫ থেকে ২০ শতাংশ বেতন কমানোর অনুরোধ করেছে সুনিং।
স্কাই স্পোর্টস লিখেছে, কন্তের বেতনও ১৫ থেকে ২০ শতাংশ কমানোর কথা বলেছিল মালিকপক্ষ। এর পাশাপাশি ক্ষতি পোষাতে ইন্তারের মালিকপক্ষ খেলোয়াড় বিক্রি করে আগামী মৌসুমের শুরুতে ৭০ মিলিয়ন বা ৭ কোটি ইউরো তুলে আনার পরিকল্পনা করছে। ক্লাব চাইছে, খরচ কমানোর লক্ষ্যে বেশি বেতনভোগী তারকা কোনো খেলোয়াড়কে বিক্রি করে তরুণ খেলোয়াড়কে গড়ে তুলতে। যে সব পরিকল্পনা পছন্দ হয়নি কন্তের।
স্কাই স্পোর্টস জানাচ্ছে, বিচ্ছেদের জন্য কন্তেকে ৭ মিলিয়ন বা ৭০ লাখ ইউরো দিয়েছে ইন্তার। কন্তের নতুন ঠিকানা কি হতে পারে সেনিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। গুঞ্জন রয়েছে, জিনেদিন জিদান এই গ্রীষ্মেই লস ব্লাঙ্কোসদের দায়িত্ব ছাড়তে পারেন। এ ছাড়া টটেনহ্যামেরও কোচের পদ খালি রয়েছে। সেখানে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হতে পারেন তিনি।