স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ মে।।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে করোনা সংক্রান্ত বিষয়ে জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা অতিমারি মোকাবিলার ক্ষেত্রে রাজ্য সরকার টিকাকরণ, টেস্টিং এবং সতর্কতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭,৪৭১ জন।
এরমধ্যে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৮২৪ জন এবং ৬,৬৪৭ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে গত ২৬ মে, ২০২১ তারিখ পর্যন্ত মোট ১৫ লক্ষ ৬৭ হাজার ১৫৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ টিকাকরণ করা হয়েছে ১০ লক্ষ ৬০ হাজার ৪২টি এবং দ্বিতীয় ডোজ টিকাকরণ করা হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১১১টি। আজ রাজ্যে আরও ১ লক্ষ ভ্যাকসিন পৌঁছেছে। বর্তমানে রাজ্যে মোট ১ লক্ষ ৮১ হাজার ৪২০ টি ভ্যাকসিন মজুত রয়েছে।
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল আই এল এস কে রেট কমানোর জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। টি এম সি ইতিমধ্যেই কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসার রেট কমিয়ে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ কোনও একটি রাজনৈতিক দলের দ্বারা উত্থাপিত কোভিড কেয়ার সেন্টারকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন।