অনলাইন ডেস্ক, ২৬ মে।। জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য মার্কিন কনস্যুলেট পুনরায় খুলে দিতে ওয়াশিংটনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার তিনি এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০১৯ সালে কনস্যুলেটটি বন্ধ করে দিয়েছিলেন। ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্র জেরুজালেমে মার্কিন কনস্যুলেট পুনরায় চালুর করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে যুক্ত হতে এবং তাদের সহায়তা দিতে আমাদের দেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপায়।
মধ্যপ্রাচ্যে চার দিনের রাষ্ট্রীয় সফরে ব্লিনকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তেলআবিবে বৈঠক করেন। এরপর তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় যান। সাম্প্রতিক হামাস-ইসরায়েলে সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে ইসরায়েলে পাঠিয়েছেন।ব্লিনকেনের এই ইসরায়েল সফর স্পষ্ট বার্তা দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবি এখনো যথেষ্ট শক্তিশালী এবং এ আমলেও ওয়াশিংটনের ইসরায়েল নীতিতে নেতিবাচক কোনো পরিবর্তন আসছে না।