স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ মে।। সারা দেশের সঙ্গে বুধবার রাজ্যেও তিনটি কৃষক স্বার্থ বিরোধী ও জনস্বার্থ বিরোধী আইন বাতিল-সহ আরও বেশ কিছু দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে৷ নানা জায়গায় পোড়ানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল৷
কোভিড পরিস্থিতিতে সব জয়গায় সামাজিক দূরত্ব বজায় রেখেই হয় এই আন্দোলন৷ বিভিন্ন জেলা, মহকুমা ও স্থানীয় স্তরে একেকটি জায়গায় সর্বোচ্চ ১০ থেকে ২০ জনের উপস্থিতিতে হাতে প্লে-কার্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন হয়েছে৷
জাতীয় স্তরে দিনটিকে ‘কালা দিবস’ পালনের ঘোষণা দিয়েছিল দিল্লিতে আন্দোলনরত কৃষকদের শীর্ষ সংগঠন সংযুক্ত কৃষক মোর্চা৷ কৃষকদের এই প্রতিবাদ আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছিল সিপিএম-সহ ১২টি রাজনৈতিক দলও৷ এদিন রাজ্যে ৯টি বাম গণ সংগঠন ওই দিন সর্ব ভারতীয় প্রতিবাদ দিবস পালন করে৷
এর মধ্যে ছিল সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ, ক্ষেত মজদুর ইউনিয়ন, সিটু৷ প্রসঙ্গত, জাতীয় স্তরে উল্লেখিত দাবিগুলোর মধ্যে স্বামী নাথন কমিটির সুপারিশের ভিত্তিতে কৃষি পণ্যের সহায়ক মূল্য নতুন করে নির্ধারণের বিষয়টিও রয়েছে৷
উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়, তিনটি কৃষি বিল বাতিল, চার শ্রমিক কোড সংক্রান্ত নোটিফিকেশন প্রত্যাহার, বিদ্যুৎ বেসরকারিকরণের বিল বাতিলের দাবিতে এবং কৃষক আন্দোলনের ও শ্রমজীবী মানুষের ডাকা গত ভারত বনধের ছয় মাস অতিক্রান্ত হওয়ায় দিনটিকে প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হয়েছে।