স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৬ মে।। কষ্টার্জিত টাকা পয়সা ফেরত দেবার দাবিতে বুধবার খোয়াইয়ের উত্তর চেবরিতে রোজভ্যালির এক এজেন্টের বাড়ি টানা চার ঘণ্টা ঘেরাও করে রাখেন আমানতকারীরা৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷
আমানতকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরেই কষ্টার্জিত আমানতের টাকা ফেরত দেবার দাবি জানিয়ে আসছেন৷ তাতে ইতিবাচক সাড়া পাচ্ছেন না৷ বাধ্য হয়েই তারা খোয়াইয়ের মূল এজেন্ট উত্তর চেবরির রূপক শর্মার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷
ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ রোজভ্যালির এজেন্ট রূপক শর্মার বাড়িতে যায়৷ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ৷ শেষ পর্যন্ত এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে বিধায়ক ঘটনাস্থলে ছুটে আসেন৷
রূপক শর্মার সঙ্গে তিনি কথা বলেন৷ রূপক শর্মা লিখিতভাবে জানান, সরকার রোজভ্যালির যাবতীয় সম্পদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে৷ যে কারণে ইচ্ছে থাকলেও রোজভ্যালির পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না৷
রোজভ্যালির উপর থেকে মামলা প্রত্যাহার হলে আমানতকারীদের আমানতের টাকা মিটিয়ে দেবার জন্য সাধ্যমতো চেষ্টা করা হবে বলে জানান রোজভ্যালির এজেন্ট রূপক শর্মা৷ এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ আমানতকারীরা দীর্ঘ ৪ ঘন্টার অবরোধ প্রত্যাহার করে নেন৷