অনলাইন ডেস্ক , ২৭ মে।। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোজের রেলওয়ে মেরামত স্থাপনায় বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত ও অনেকে আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভয়েস অব আমেরিকা জানায়, বন্দুকধারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। স্যাম ক্যাসিডি নামের ওই ব্যক্তি সান হোজের ভ্যালি ট্রান্সপোর্টেশন স্থাপনায় কাজ করতো।
এ ঘটনায় বন্দুকধারীর মৃত্যু হয়েছে, তবে অন্যদের পরিচয় এখন জানা যায়নি। কী কারণে সহকর্মীদের ওপর গুলি চালান স্যাম ক্যাসিডি, তাও জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রেলকর্মীদের এক বৈঠক চলাকালীন এ বন্দুক হামলা চলে। এ ঘটনার ঠিক আগমুহূর্তে এক রেলকর্মীর ঘরে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর আগে বন্দুকধারী নিজের ঘরে আগুন লাগান। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইট হাউস থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিষয়টি অবহিত করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে এ ধরনের হত্যার ঘটনা ক্রমশ বাড়ছে। একটি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনো পর্যন্ত ১৫টি ঘটনার সাক্ষী থেকেছে আমেরিকা। মৃত্যু হয়েছে ৮৫ জনের। যেখানে গত বছর ১০৫ জনের মৃত্যু হয়েছিল।