স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ মে৷৷ আগামীকাল সাতাশে মে থেকে ছয় জুন পর্যন্ত আন্তঃজেলা রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।রাজ্যে করোণা ভাইরাস সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় সড়ক যোগাযোগ বন্ধ করার পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা হয়েছে।
বুধবার নর্থ ইস্ট রেলওয়ে প্রধান কার্যালয় মালিগাঁও থেকে এক বিবৃতিতে ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরায় করোনা ভাইরাস সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে।
সে কারণেই রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা ধর্মনগর, ধর্মনগর আগরতলা, আগরতলা সাবরুম ,সাবরুম আগরতলার মধ্যে কোন রেল চলাচল করবে না। বৃহস্পতিবার অর্থাৎ ২৭ এ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ৬ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য ইতিমধ্যে রাজ্য সরকার আন্তঃজেলা সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। করোণা ভাইরাসের সংক্রমণ যাতে এক জেলা থেকে অন্য জেলায় দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।
প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিধি নিষেধ অমান্য করে রাস্তায় যানবাহন নিয়ে বের হওয়ার চেষ্টা করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে জরুরী পরিষেবার সঙ্গে যুক্তদের এই কঠোর বিধিনিষেধ থেকে বাদ দেওয়া হয়েছে।