অনলাইন ডেস্ক , ২৭ মে।। অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল শহর ভিক্টোরিয়ায় আবার করোনা ছড়াচ্ছে। রাজধানী মেলবোর্নের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে সাতদিনের লকডাউন দেয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই লকডাউন শুরু হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ ২৬ জনকে শনাক্ত করেছে। ১৫০টি স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানকার মানুষ রোগটিতে আক্রান্ত হতে পারেন। অস্ট্রেলিয়ায় গত বছর করোনা ভয়াবহ আকারে ছড়িয়েছিল।
নতুন লকডাউনের আগে স্থানীয়দের সেই ভয় তাড়া করে ফিরছে। বিবিসি লিখেছে, কয়েকটি স্টেডিয়ামের দর্শকদের করোনা শনাক্ত করা হয়েছে। তবে আশার কথা হল, স্থানীয় প্রশাসন বেশ দক্ষতার সঙ্গে ১০ হাজার সম্ভাব্য মানুষকে শনাক্ত করেছেন, যারা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। লকডাউনের দিনগুলোতে তাদের ওপর বিশেষভাবে নজর রাখা হবে। সরকার বিবৃতিতে বলেছে, ‘বেশি দেরি করলে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
করোনার ভারতীয় ধরন রুখতে অস্ট্রেলিয়া সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেয়। দেশটি ঘোষণা দেয়, ভারত থেকে অস্ট্রেলিয়ান নাগরিকরা দেশে ফিরলে তাদের পাঁচ বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। ওই সময় ভারত থেকে সব ফ্লাইট নিষিদ্ধ করে দেশটি। অস্ট্রেলিয়ান সরকারের ওই নির্দেশনায় বলা হয়, যেসব নাগরিক গত ১৪ দিন ধরে ভারতে ছিলেন বা আছেন, তারা দেশে ফিরতে পারবেন না।
বর্তমান করোনা পরিস্থিতিতে ভারত থেকে কাউকে অস্ট্রেলিয়ায় ঢুকতে বা অবস্থান করতে দেওয়া হবে না। যদি কেউ এই আইন না মানেন, তাহলে তাদের পাঁচ বছরের জেল হতে পারে অথবা ৬৬ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৩ লাখ টাকারও বেশি।