অনলাইন ডেস্ক, ২৬ মে।। রাজনীতির কাছে ফেঁসে গেলেন পেশাদার কুস্তিগীর ও সদ্য মুক্তি পাওয়া ‘এফনাইন’ সিনেমার তারকা জন সিনা। তিনি তাইওয়ানকে আলাদা দেশ উল্লেখ করায় মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে চীনে। আর এর জেরেই দেশটির কোটি কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন। অবশ্য অনেকেই বরছেন, জন সিনাকে ভুল বোঝানো হয়েছিল, নইলে কেউ তাইওয়ানকে আলাদা দেশ বলে! চলতি মাসের শুরুতে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ ছবির প্রমোশনে তাইওয়ানের একটি চ্যানেলে মন্তব্য করেছিলেন জন সিনা।
এর পর থেকেই শুরু হয় বিতর্ক। তাইওয়ানকে নিজেদেরই অংশ বলে মনে করে চীন। অথচ স্বতন্ত্র সরকার রয়েছে তাইওয়ানের। তবু কেউ আলাদা দেশ বললে তাকে শত্রু মনে করে চীন। সেই ভুলটাই করে বসেছিলেন জন সিনা। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নেন। সোশ্যাল মিডিয়ায় সিনা বলেন, “আমি একটা ভুল করে ফেলেছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমি চীনের জনগণকে ভালোবাসি ও সম্মান করি।
আমি নিজের ভুলের জন্য খুবই দুঃখিত। দুঃখিত দুঃখিত। আমি সত্যি সত্যি দুঃখিত। আমি সত্যি চীন ও চীনের মানুষদের ভালোবাসি ও সম্মান করি, এটা সবাই বোঝার চেষ্টা করুন।” যুক্তরাষ্ট্রের পাঁচ সপ্তাহ আগে সম্প্রতি ‘এফনাইন’ মুক্তি পেয়েছে চীনসহ কয়েকটি আন্তর্জাতিক বাজারে। ওপেনিংয়ে প্রায় ১৬ কোটি ডলার আয় করে করোনাকালে নতুন রেকর্ড তৈরি করেছে অ্যাকশন ছবিটি।
বর্তমানে হলিউড সিনেমার অন্যতম বাজার চীন। স্বভাবতই সেখানকার দর্শকদের খুশি রাখতে চান হলিউডের তারকারা। চীনের সংবাদমাধ্যম বলছে, জন সিনা যে ক্ষমা চেয়েছেন, তাতে রাগ কমেছে দর্শকদের। নেটিজেনরা দাবি করেছেন, জন সিনাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। ভুল বোঝানো হয়েছিল।